মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী হরিচক গ্রামের কৃতি সন্তান ডা. প্রসেনজিৎ নাগ ৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। তিনি হরিচকের অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রজেশ নাগের দ্বিতীয় পুত্র।
ডা. প্রসেনজিৎ নাগের শিক্ষাজীবন শুরু হয় হরিচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে তিনি নয়া বাজার কে.সি উচ্চ বিদ্যালয়, বি এফ শাহিন কলেজ এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ থেকে সফলভাবে শিক্ষা সমাপ্ত করেন। জীবনের প্রতিটি পরীক্ষায় তিনি প্রথমবারেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে অসাধারণ মেধার পরিচয় দিয়েছেন।
মানবসেবায় আজীবন নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বর্তমানে আসন্ন ২৩তম সাধারণ বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। একাধিক বিষয়ে বিসিএস অর্জনের মাধ্যমে দেশের মানুষের সেবায় ভূমিকা রাখা তার মূল লক্ষ্য।
ডা. প্রসেনজিৎ নাগ তার এ সাফল্যে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।