ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে শরীফপুর ইউনিয়ন জমিয়তের উদ্যোগে মহানবী সা. এর জীবন ও কর্ম শীর্ষক সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) শরীফপুর আমতলা বাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা ইসহাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা ফয়জুল হাসান খাদিমানী।
ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি বাহাউল ইসলাম ইকবাল ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আযাদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব ও মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা জামিল আহমদ আনসারী, জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি আশরাফুল হক, জেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা দক্ষিণ জমিয়তের সভাপতি মাওলানা শেখ আব্দুল জব্বার, সহ সভাপতি মাওলানা শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহদী হাসান কামাল প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য মাওলানা খাদিমানী বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে রাসূল সা. এর সীরাতের অনুসরণ-অনুকরণ করার বিকল্প নেই। সীরাতের সঠিক অনুসরণের জন্য রাসূলের সিরাত ও তার সাহাবাদের আদালত সমুন্নত রাখার দায়িত্বও উলামায়ে কেরামদের।