মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পীরের বাজারে গত ২ অক্টোবর রাত প্রায় ১১টার দিকে এক যুবককে অস্বাভাবিক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় সাংবাদিক ও পল্লী চিকিৎসক জাকির হোসেন এবং শিক্ষানবিশ আইনজীবী রেদোয়ান আহমেদ কুদ্দুস তাকে নিরাপদে রাখেন।
যুবকের মানিব্যাগে পাওয়া একটি কাগজে থাকা ফোন নাম্বারে হাজীপুর ইউনিয়নের দফাদার রহমান খান যোগাযোগ করলে জানা যায়, তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মধ্যেপাড়ার বাসিন্দা আল আমিন (৩০)। পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে জিডি ও পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।
স্থানীয়রা তাকে রাতভর সেবা-যত্নে রাখেন এবং সকালে তার মা, চাচী ও ছোট ভাই এসে তাকে নিয়ে যান। ছেলেকে ফিরে পেয়ে আল আমিনের মা আবেগ আপ্লুত হয়ে স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানান।